রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১১ অপরাহ্ন

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি পর্তুগাল-স্পেন

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের চতুর্থ কিন্তু হাই ভোল্টেজ প্রথম ম্যাচে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের।

বিশ্বকাপের মাত্র একদিন আগে কোচ ছাটাই করার ফলে রীতিমত ঝড় বয়ে যায় স্পেন শিবিরে। সেই ঝড় কাঁটিয়ে ওঠার আগেই পর্তুগালের বিপক্ষে মাঠে নামছে স্পেন। ইনজুরির দরুন এই ম্যাচে

অনুপস্থিত রাইট ব্যাক কার্ভাহাল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন নাচো।

স্পেন একাদশ : ডে গিয়া, পিকে, রামোস, নাচো, জর্দি আলবা, ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস, কোকে, ইস্কো, ডেভিড সিলভা, ডিয়েগো কস্তা

পর্তুগাল একাদশ : রুই প্যাট্রিসিও, পেপে, রাফায়েল, ফন্টে, সেডরিক, জাও মৌতিনহো, বার্নারদো সিলভা, ব্রুনো আলভেস, উইলিয়াম, রোনালদো, গুয়েদেস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর