নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক।
তিনি আরো বলেন, আমি জানি সবাই আপনজনদের সঙ্গে ঈদ করতে স্ব স্ব গ্রামে যাচ্ছেন। তবে চলাচলে সবাই সাবধানে চলবেন, নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন। নিরাপদে আপনারা আপনজনের কাছে পৌঁছবেন। আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন, সেটাই কামনা করি।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছার ভিডিও পোস্ট দেন।
ওই ভিডিওতে প্রধানমন্ত্রী আরো বলেন, সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন- সে আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হউন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সেই কামনা করি। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক।