কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটায় টর্ণেডো বিধ্বস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সরকারি উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব বিতরণ করেন কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান। এসময় কুয়াকাটার পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, শহর সমাজ সেবা কর্মকর্তা জিয়াবুল হোসেন উপস্থিত ছিলেন। কুয়াকাটা পৌরসভার মম্বিপাড়ায় সম্পুর্ণ বসতঘর বিধ্বস্ত ১৫ পরিবারকে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ সাত হাজার টাকা এবং আংশিক বিধ্বস্ত ১১ পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা দেয়া হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে টিন ও নগদ টাকার সহায়তা দেয়া হয়। উল্লেখ্য গত শনিবার দিবাগত মধ্যরাতে টর্ণেডোর ছোবলে এসব পরিবারের বসতভিটা বিধ্বস্ত হয়।