রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০৮ অপরাহ্ন

টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে নিহত ১

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ১২৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলা সদরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক স্বপন কুমার মন্ডল।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী খালেক এন্টারপ্রাইজের সঙ্গে ঢাকাগামী শ্যামলী এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে খালেক এন্টারপ্রাইজের চালক, হেলপারসহ কমপক্ষে ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেকের চালক মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর