ময়মনসিংহ প্রতিনিধিঃ যানজটহীন আরামের ঈদ যাত্রার স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে গেছে হাজার হাজার ঈদ যাত্রীর।
বৃহস্পতিবার (১৪ জুন) সারাদিন রাস্তার অবস্থা ভাল থাকলেও, রাতেই শুরু হয় যানজটের। গতকাল রাতে সৃষ্ট যানজটে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ময়মনসিংহ অংশে এখনো বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট রয়েছে।
সদর উপজেলার চুরখাই থেকে বাইপাস মোড় গোল চত্বর হয়ে পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত শত শত যানবাহন ঝিমুচ্ছে।
দীর্ঘ যানজটে অনেক যাত্রীই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেরেই সেহরি করতে হয়েছে রাস্তায় অল্প খাবারের মাধ্যমে।
এই যানজট হতে পরিত্রাণ পাওয়া নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা।
রাত ১২টার পর হঠাৎ বৃষ্টি নামায় এবং মহাসড়কের বাইপাস গোল চত্বর এবং কেওয়াটখালী রেলওয়ে ওভার ব্রিজের নিচে দু’টি যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানায় কর্তব্যরতরা। গাড়ি দু’টি সড়ক থেকে সরিয়ে নেয়া হলে ধীর গতিতে যানবাহন চলাচল শুরু হয়।