নিউজ ডেস্ক ঃ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ পুরো বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার (১৫ জুন) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ জুন) শাওয়াল মাসের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে আরব নিউজ, আল-আরাবিয়া ও গালফ নিউজসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম।
সেই অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ ইন্দোনেশিয়া, মালেশিয়া, ভিয়েতনাম ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ঈদ পালিত হচ্ছে।
প্রতিবারের মতই, এবারো সৌদি আরব ও সারা বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের লক্ষ্মীপুরে ১০টি, পটুয়াখালীর ৩০টি, চাঁদপুরে ৪০টি, মাদারীপুরে ১০টি, বরগুনায় ১০টি, পিরোজপুর ৫টি, মৌলভীবাজারের ৩টি স্থানে ও ভোলায় ৭টি উপজেলার ২হাজার পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে আজ।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে আজ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালিত হচ্ছে।