বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর উদযাপন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

সৌদি, কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার তাই ঈদ উদযাপন হচ্ছে।

সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে। এতে ইমামতি করেন ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল শেইখ। এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ফজরের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও দলবেঁধে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে রেওয়াজ অনুযায়ী একে অন্যের সাথে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছে বিনিময় করেন।

ঈদ উপলক্ষে সৌদি আরবের প্রধান প্রধান সড়কগুলো নানা রকম ব্যানার, ফেস্টুন ও নিওন আলোয় করা হয়েছে সুসজ্জিত। এ উপলক্ষে সৌদি আরবের শহরগুলোতে ঈদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর