শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে রুহুল আমিন বাঘা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নাগেরপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
শরীয়তপুরের এসপি আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুহুল বাঘা উপজেলার চর জুশিরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে ডিবি পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।