রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৩১ অপরাহ্ন

ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার সরকারি বাসভবনে গণভবনে দলীয় নেতা-কর্মী এবং বিচারক ও কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী পরে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর