রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:১১ অপরাহ্ন

বরিশালে কখন কোথায় ঈদের নামাজ

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃবরিশাল নগরীর প্রায় শতাধিক ঈদগাহ্ ও মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর বান্দরোডের বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
জাতীয় ইমাম সমিতি সূত্রে জানা গেছে, নগরীর প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ্ মাঠে। এছাড়া নগরীর প্রধান চারটি মসজিদ কেন্দ্রীয় কশাই জামে মসজিদের উদ্যোগে আসমত আলী খান (একে) স্কুল মাঠে ঈদের নামাজের প্রথম জামাত সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সকাল ১০টায়। বায়তুল মুকাররম জামে মসজিদে সকাল নয়টা ও ১০টায়, এবায়দুল্লাহ জামে মসজিদে সকাল নয়টা ও ১০টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে আটটায় প্রথম ও সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর