রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৫০ অপরাহ্ন

ষাটগুম্বজ মসজিদে এবারও হবে ঈদের তিনটি জামায়াত

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধিঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য) ষাটগুম্বজ মসজিদে। হযরত খানজাহানের অমর সৃষ্টি ষাটগুম্বজ মসজিদে এবারও ঈদের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ১৫ মিনিটে ও তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ষাটগুম্বজ মসজিদে বিগত বছরগুলোতে ঈদের জামায়াতে উপজে পড়া ভীড় ও দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রান মুসল্লীদের ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াত অংশ নেয়ার সুযোগ করে দিতে বাগেরহাটের জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লীদের নিছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এ্যলিট ফোর্স র‌্যাব মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদের পাশাপাশি এবার বাগেরহাটে শহরে প্রধান-প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল পোনে ৮টায় আলীয়া মাদ্রাসা ময়দানে, সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে হযরত খানজাহান আলী দরগা মসজিদ, দশগুম্বজ মসজিদ, খানজাহানীয়া বায়তুল ফালাহ্ মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, নতুন কোর্ট মসজিদ, মিঠাপুকুর মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদ, ফলপট্টি মসজিদে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর