কুমিল্লা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামরিক পরিবারের লোক হয়ে সামরিক হাসপাতালের উপর আস্থার সংকট কেন? সম্মিলিত সামরিক হাসপাতাল ছাড়া ভালো চিকিৎসার আর কোথাও হবে না। আসলে তারা বেগম জিয়ার চিকিৎসার চায় না, তার শারিরীক অবস্থা নিয়ে উদ্বেগ নেই। তাদের উদ্বেগ হচ্ছে রাজনীতি। খালেদার চিকিৎসা নিয়ে নতুন ইস্যু খুঁজছে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন কালে এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাস্তাগুলোর অবস্থা ভালো । আমি ২০ মিনিট পরে রওনা হয়েও অনেক আগে চলে এসেছি। তার মানে রাস্তা ভাল। ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘেœ বাড়ি ফিরছে। গত কয়েক বছর ধরে তারা আনন্দ নিয়েই বাড়ি ফিরছে।