রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০১ অপরাহ্ন

সিলেটে ঈদের নিরাপত্তায় ১২শ’ পুলিশ

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি :সিলেটে ৬৬ স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত হবে। এরমধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় ৯টি স্থানে ১১টি জামাত এবং সিলেট জেলার ৫৫টি স্থানে ঈদ জামাত অনুষ্টিত হবে। এসব স্থানে নিরাপত্তায় থাকবে প্রায় ১২শ’ পুলিশ সদস্য। এছাড়া সাদা পোষাক ও গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে বিশেষ টিম।

সিলেটের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় ঐতিহ্যবাহী শাহী ইদগাহে হবে। এছাড়াও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, ২য় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়। শাহজালাল (র.) এর দরগাহে একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এছাড়া পুলিশ লাইন্স মাঠে সকাল ৯ টায়, কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, পশ্চিম কাজিরবাজার জামে মসজিদে সকাল ৮ টা ৪৫ মিনিটে, হাজী ভুরু মিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও সিলেট জেলার বিভিন্ন জায়গায় মোট ৫৫টি গুরুত্বপূর্ণ ঈদের জামাতে নিরাপত্তা দেবে পুলিশ। এর মধ্যে কানাইঘাট থানায় ১৪টি, জকিগঞ্জে ৭টি, জৈন্তাপুরে ৭টি, ওসমানীনগরে ৪টি, বিশ্বনাথে ৩টি, ফেঞ্চুগঞ্জে ৪টি, বালাগঞ্জে ২টি, বিয়ানীবাজারে ৪টি, গোয়াইনঘাটে ৪টি ও কোম্পানীগঞ্জে ৪টি স্থান রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব বলেন, সিলেটে ঈদ জামাতে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এসএমপি। শাহী ঈদগাহসহ সকল ঈদ জামাতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ শত সদস্যসহ সকল ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া নগরীর প্রত্যেক মোড়ে মোড়ে থাকেব বিশেষ টহল।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত এসপি (মিডিয়া) মাহবুবুল আলম বলেন, সিলেট জেলায় ৫৫ টি স্থানে বড় জমায়েত অনুষ্ঠিত হবে। এসব স্থানে নিরাপত্তায় প্রায় ৭শ’ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া সাদা পোষাক ও বড় জমায়েতগুলোয় আলাদা পুলিশ ফোর্স থাকবে। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হাইওয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিষ্ট পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।

র‌্যাব সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন, পবিত্র ঈদুল ফিতরের নিরাপত্তায় আমাদের বিশেষ টিম মাঠে থাকবে। এছাড়া নগরী ও জেলায় টহল বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর