আসাদুজ্জামান: ২০১৭ সালের ২৮ রমজান রাত ২টা পর্যন্ত পত্রিকা আফিসে আমি আর লিটন বাশার সহ নাইট শিপ্টের ক জন সহকর্মী কাজ শেষে খানিকটা গল্প শুনছিলাম। এর পর ঈদের সুভেচ্ছা ও নিমন্ত্রন বিনিময় করে যার যার বাসায় ফিরেছিলাম । ২৮ রমজান ছিলো লিটন বাশারের সাথে আমার অফিসের শেষ কর্ম দিবস। ঈদের পরের দিন না ফেরার পথে চলে গেলেন বরিশালের সাংবাদিক নেতাদের নেতা মিডিয়ার অহংকার অদম্য কলম সৈনিক শ্রদ্ধাভাজন জনপ্রিয় ইত্তেফাক বরিশাল ব্যুরো প্রধান লিটন বাশার । এ জীবনে আর দেখা হবেনা । দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেলো । পথিতযশা সাংবাদিক লিটন বাশারের সাথে ২বছরের বেশি সময় একই অফিসে তার সম্পাদনায় প্রকাশিত পত্রিকায় হেড অফ নিউজ পদে কাজ করার সৌভাগ্য হয়েছিলো । লিটন বাশার নেই তা আজো আমার বিশ্বাস হয়না । একজন সহকর্মী হিসাবে যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন তা বিরল। সহকর্মীদের সুখ দুঃখ বলার অভয় স্থান ছিলো লিটন বাশার । আজ তিনি নেই।। দোয়া করি তার জন্য ও তার পরিবারের জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর এ পারে যেমন ভালো ছিলেন তেমনি ওপারেও ভালো থাকবেন লিটন বাশার।
নিউজ এডিটর দক্ষিনাঞ্চল,বরিশাল