রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২২ অপরাহ্ন

গোদাগাড়ীতে জমে উঠেছে শেষ সময়ের বেচাকেনা

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ১৫৪ বার পড়া হয়েছে

গোদাগাড়ী প্রতিনিধিঃ: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সর্বত্র এখন শুধু ঈদের কেনাকাটায় ক্রেতাদের পদচারনায় মূখর হয়ে উঠেছে বিপনী-বিতান গুলো। শেষ সময়ের বেচাকেনায় তৈরী পোশাকসহ রেডিমেট শাড়ি, থ্রিপিচ, পাঞ্জাবী, ছিট কাপড়, জুতো সেন্ডেলের দোকান, প্রসাধনী সামগ্রী, সেমাই, চিনি সব খানেই ক্রেতাদের ভিড় লক্ষনীয় হয়ে উঠেছে। দোকান গুলোতে এক পলক তাকালে যেন মনে হয় শিশু, যুবক, বৃদ্ধ্যসহ সব বয়সের মানুষের মিলন মেলা বসেছে। দশটি পন্য দেখে একটি কেনার জন্য সবাই ছুটছেন যে দোকান গুলোতে বেশী পসরা সাজানো রয়েছে। তবে রমজানের শুরুতে ক্রেতাদের তেমন একটা ভিড় দেখা না গেলেও ১৫ টি রোজার পর থেকে উপজেলার সকল মার্কেট ও শপিংমলগুলোতে দেখা দিয়েছে জমজমাট ব্যবসা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা নিজেদের পছন্দের জামা-কাপড়সহ নানান পন্য ক্রয়ের জন্য ব্যাস্ত সময় পার করছেন। তবে কিছু ব্যবসায়ীরা সিন্ডিগেট তৈরি করে অন্য বছরের তুলনায় এবছরে ঈদের জামা-কাপড় একটু চড়া দামে বিক্রি করছেন বলে অনেক ক্রেতারা অভিযোগ করেছেন। ফলে অনেক ক্রেতারা বাজারে এসে দিশেহারা হয়ে পড়ছেন। তার পরেও ঈদের কেনাকাটা বলেই ক্রেতারা বেশি দাম দিয়ে নিজেদের পছন্দের পোশাকটাই কিনছেন।

গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়া বাজার ও উপজেলার কাকনহাট বাজারের বিভিন্ন মার্কেটসহ উপজেলার সবগুলো বাজার গুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। গোদাগাড়ীর বাজার ঘুরে দেখা গেছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সব বয়সী ক্রেতাদের উপচে পড়া ভীড়। ক্রেতারা নিজেদের পছন্দের জামা-কাপড় কেনাকাটার জন্য ব্যাস্ত হয়ে পড়েছেন। ফলে ব্যবসায়ীরা ক্রেতাদের সামলাতে হিমসিম খেলেও আনন্দের হাসি লেগে আছে তাদের চোখে মুখে। অসংখ্য ক্রেতাদের আনাগোনা ও সরব উপস্থিতিতে যেন এই মার্কেটগুলোতে উৎসবের আমেজে পরিপুর্ণ হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে দোকানীরা দোকানে সাজিয়ে রেখেছেন নতুন নতুন নানান ডিজাইনের পোশাকসহ নানান পণ্যে সমাহার। এসব মার্কেট ও বিপনী বিতান গুলোতে সবচেয়ে মহিলা ও শিশুদের জন্য নানা বাহারি রঙের দেশী ও বিদেশী পোশাক দেখা গেছে। যেমন হাতের কারুকার্য্য করা শাড়ী, থ্রিপিস, বসুন্ধারা লেহেংঙ্গা,লং থ্রী পিস, কটকটি, কারচুপি, ফতোয়া, ছেলেদের আকর্ষণীয় পাঞ্জাবি, শার্ট, চুচ প্যান্ট, লং সাট, ও শিশুদের বিভিন্ন রকমানি পোষাক। গোদাগাড়ী আজাদ সুপার মার্কেটে পাঞ্জাবি ও প্যান্ট কিনতে আসা, আই হাই রাহী মুকুল,ও উপজেলার কামার পাড়া এলাকার চম্পা বলেন, সাধ্যের মধ্যে তাদের প্রয়োজনিয় পছন্দের পোশাক ক্রয় করেছেন। তুলনামুলক বাজারে পোশাকের দাম একটু চড়া হলেও তারা হাসি মুখে তাদের পোশাক ক্রয় করেছেন।

আজাদ সুপার মাকেটের ব্যবসায়ী আব্দুল বারী বাবু বলেন, রমজানের ১৫ থেকে ১৬ টি রোজার পর থেকে মুলত কেনা বেচা বেড়েছে। বর্তমানে বেচাকেনা খুব জমজমাট হয়ে উঠেছে। তবে মহিলাদের শাড়ি, থ্রি পিস বেশি বিক্রি হচ্ছে বলে জানান। এছাড়াও ফুটপাত গুলোতেই ক্রেতাদের ভিড় লক্ষনীয় হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর