রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৪ অপরাহ্ন

বাগমারা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে বিকেলে দোয়া ও ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।

মাহফিলে সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল।

আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক জিল্লুর রহমান, সাবেক সভাপতি ইউসুফ আলী, আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, আবু বাক্কার সুজন।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস.এম. সামসুজ্জোহা মামুন, জিল্লুর রহমান দুখু, রহিদুল ইসলাম, হেলাল উদ্দীন, নাজিম হাসান, শামীম রেজা, আব্দুল মতিন, ফারুক আহমেদ। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ ভাবে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর