বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন

প্রেগন্যান্সির অবাক করা ৯ তথ্য

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ১৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গর্ভাবস্থায় থাকে প্রায় ৪০ সপ্তাহ। এর মধ্যে অনেক কিছুই ঘটে। একজন মহিলা এই সময় নিজের অনেক পরিবর্তন লক্ষণ। এমন কিছু পরিবর্তন নিয়ে আলোচনা করবো যা গর্ভাবস্থায় ঘটে থাকে।

১. পৃথিবীতে সবচেয়ে বেশিদিন গর্ভকালীন সময় ৩৭৫ দিন। ১৯৪৫ সালে টাইম ম্যাগাজিনে এই তথ্য জানানো হয়। বুল্লা হান্টার নামে একজন মহিলা লস এঞ্জেলসে জন্মগ্রহণ করেন, ২৮০ দিনের জায়গগায় ৩৭৫ দিন। যা গর গর্ভধারণের প্রায় ১০০ দিন পর জন্ম নেয়।

২. সবচেয়ে কমদিন গর্ভে থেকে যে শিশু জন্মগ্রহণ করে তার গর্ভে থাকার সময় মাত্র ২১ সপ্তাহ ৪ দিন।

৩. সবচেয়ে বেশি বয়সে যে মহিলা মা হয় তার বয়স ৬৬ বছর।

৪. গর্ভাবস্থায় শরীরের রক্তের পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পায়। এই বৃদ্ধির মাধ্যমে শরীরের প্রয়োজনীয় অতিরিক্ত অক্সিজেন বহনে সাহায্য করে।

৫. গর্ভাবস্থার সময় জরায়ু ব্যাপকভাবে প্রসারিত হতে পারে। ফার্স্ট ট্রাইমিস্টার এ এটি একটি কমলার আকার ধারণ করে। তৃতীয় ট্রাইমিস্টার এ তরমুজ আকারের প্রসারিত হয়।

৬. একজন গর্ভবতী মহিলার প্রেগনেন্সির ১৪ সপ্তাহে থেকে দুধ উৎপাদন শুরু হয়।

৭. গর্ভবতী মহিলার কন্ঠ পরিবর্তন হতে পারে। আবার যখন সে তার শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করবে তখন আগের মতো হয়ে যাবে।

৮. তৃতীয় ট্রাইমিস্টার এ গর্ভের শিশু তার মায়ের কন্ঠ বুঝতে পারে।

৯. প্রতি ২০০০ শিশুর মধ্যে ১ জন দাঁত সমেত জন্মগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর