লাইফস্টাইল ডেস্ক:ঝাল ভর্তাটি স্বাদে ভিন্নতা নিয়ে আসবে। জেনে নিন রেসিপি।
উপকরণ :
– কাঁচামরিচ ১ /২ কাপ
– রসুন ১/২ কাপ
– লবণ পরিমাণমতো
– ধনে পাতা কুচি ১/২ কাপ
প্রণালী : রসুন ছিলে নিন,কাঁচামরিচের বোটা ছাড়িয়ে রাখুন। এবার তাওয়ায় কাঁচামরিচ ও রসুন ভালো করে টেলে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে বেটে নিন। তৈরি হয়ে গেল ভর্তা।