মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌ-পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান।
মঙ্গলবার দুপুরে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রী ও যানবাহন নিরাপদ পারাপারে পাটুরিয়া ঘাট পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি লঞ্চ ও ফেরিঘাট সরজমিনে ঘুর দেখেন। নিরাপদ পারাপারে ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহাবুর রহমান, মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীম, শিবালয় সার্কেল মো. মাহাবুবুর রহমানসহ পুলিশ ও র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে ডিআইজি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন- এরইমধ্যে ঈদযাত্রায় ঘাট দিয়ে ভোগান্তি ছাড়াই পারাপার করতে পারে সে বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যাত্রী নিরাপত্তার জন্য নদীতে নৌ পুলিশ মোতায়ন থাকবে।