কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে বাদশা মিয়া (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি প্রদীপ কুমার দাস জানান, কয়েকদিন ধরে ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে পড়ে। পাহাড়ের মাটি বাদশা মিয়ার ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন বাদশা মিয়া। তবে তার পরিবারের আর কেউ হতাহত হননি বলে জানান ওসি।