শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

রংপুরে পাওনা টাকা চাওয়ায় যুবক খুন

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ১৪০ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে পাওনা টাকা আদায় করতে গিয়ে রেজাউল করিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের স্টেশন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌরসভার বটপাড়া এলাকার নুর ইসলামের ছেলে ফিরোজ শাহর কাছে রেজাউলের বড় ভাই হাবিবুর ৩০ হাজার টাকা পেতেন। সোমবার রাতে রেজাউলের সঙ্গে ফিরোজের দেখা হলে তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকটির একপর্যায়ে রেজাউলকে ছুরিকাঘাত করেন ফিরোজ। এতে রেজাউল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর