ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
সোমবার (১১ জুন) রাতে নগরীর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাদক বিক্রেতারা হলেন- মো. রনি (৩০) ও আনোয়ার হোসন ওরফে আনার (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।