আজ (মঙ্গলবার) ১২ জুন’২০১৮
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : প্রবাসী আত্বীয়র মাধ্যমে উপকৃত হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : কোনো ঘনিষ্ঠ আÍীয় আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন) : ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। ধর্মীয় কর্মকা-ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কর্কট (২১ জুন-২১ জুলাই) : শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল-সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সড়া পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) : ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আর্থিক বিষয়ে অন্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত হবে না। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।
তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : নানা ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা পাবেন। হঠাৎ করে বিজয় হতে পারে। ধর্মকর্মে মনোযোগ রাখুন। শারীরিকভাবে রূপচর্চা করতে পারেন। যাত্রা শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারওকাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকা-ে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগত হবে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈষয়িক কাজে অগ্রগতি হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।