আবুযার (রা) থেকে বর্ণিত। তিনি নবী (সা)-কে বলতে শুনেছেন যে, কেউ যদি জেনে-শুনে নিজের পিতা ব্যতীত অন্য কোন লোককে পিতা বলে দাবি করে, তবে সে কুফুরী করলো। আর কেউ যদি নিজের বংশ ব্যতীত অপর কোন বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করে, তবে সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল।
(বুখারী-কিতাবুল মানাকিব)