নিজস্ব প্রতিনিধিঃ:পোশাক শিল্পে কর্পোরেট কর বাড়লে বিনিয়োগ নিরুৎসাহিত করবে উল্লেখ করে তা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
শনিবার বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান তাদের কর্পোরেট করহার ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাকখাতে কর্পোরেট কর ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা এবং সবুজ সনদধারী কারখানাগুলোর ক্ষেত্রে তা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করার প্রস্তাব করেন।
বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে সিদ্দিকুর বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা কর্পোরেট করহার কমানোর অনুরোধ করেছিলাম।
“বাজেটে ব্যাংক খাতে ২ দশমিক ৫ শতাংশ কর্পোরেট কর কমানো হয়েছে। কিন্তু উৎপাদনমুখী পোশাক শিল্পে তা ২/৩ শতাংশ বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এতে পোশাক শিল্পের উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন।”
পোশাক শিল্পে কর্পোরেট করহার ১০ শতাংশে কমিয়ে আনতে সরকারের ‘উচ্চ পর্যায়ে’ আলোচনা করবেন বলে জানান বিজিএমইএ সভাপতি।
প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের উৎসে করের বিষয়ে কিছু বলা না হলেও আয়কর অধ্যাদেশ অনুযায়ী তা ১ শতাংশ হারে নির্ধারিত হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
সিদ্দিকুর চলতি বাজেটে পোশাক খাতে উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান।
“বর্তমান পরিস্থিতিকে পোশাকখাতের জন্য সঙ্কটময় পরিস্থিতি বিবেচনায় পোশাক রপ্তানির উপর উৎসে কর আগামি ৩ বছরের জন্য রহিত করা হোক।”
রপ্তানি খাতে স্থানীয়ভাবে সংগৃহীত পণ্যে ভ্যাট মওকুফ দাবি করেছে বিজিএমইএ।
সিদ্দিকুর বলেন, “রপ্তানি সংশ্লিষ্ট স্থানীয়ভাবে সংগৃহীত সব পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট মওকুফসহ রিটার্ন দাখিল করা হতে অব্যাহতি প্রদান করার জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। এছাড়াও বিগত ৫/৬ বছরের যে ভ্যাট দাবি করা হচ্ছে, তাও মওকুফ করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। এ ব্যাপারে ঘোষিত বাজেটে কোনো দিক-নির্দেশনা নেই।”
সংবাদ সম্মেলনে সহ-সভাপতি এস এম. মান্নান কচিসহ বিজিএমইএর শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।