মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার মাদক প্রতিরোধে পুলিশ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করলেও ধরা ছোয়ার বাইরে রয়ে যাচ্ছেন রাঘব বোয়ালরা। এমনই অভিযোগ ঐ এলাকার সাধারণ মানুষের। কাজীরহাট থানা নিবাসী সন্তোষপুর গ্রামের হেলাল সিকদার এ প্রতিনিধির নিকট অভিযোগ করে বলেন, কাজীরহাট থানা পুলিশ মাদক ব্যবসা ও সেবীদের প্রতিরোধে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে সফল হয়েছে। তবে তাদের অভিযানে চুনোপুটি ধরা পড়লেও রাঘব বোয়ালরা ধরা ছোয়ার বাইরে রয়ে যাচ্ছে। দেশব্যাপী সরকার মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে প্রায় শতাধিক মাদক ব্যবসায়ীকে ক্রস ফায়ার দিয়েছে। পাশাপাশি সহ¯্রাধিক মাদক বিক্রেতা ও সেবীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। কাজীরহাট বাজারের জনৈক মুদি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ১০০ গজ দুরে জনপ্রিয় ফার্মেসীর স্বত্বাধিকারী ও গোপন মাদক স¤্রাট রফিকুল ইসলাম টারজান প্রশাসনের নাকের ডগায় চোখে আঙ্গুল দিয়ে তার ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়াও কক্সবাজার থেকে একটি ইয়াবা সিন্ডিকেটের ইয়াবা ঔষধের বাক্স করে তার দোকানের মাধ্যমে বরিশাল জেলা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সে একজন ছদ্মবেশী মাদক স¤্রাট। তাকে আইনের আওতায় এনে তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন ঐ মুদী ব্যবসায়ী। এ বিষয়ে থানা পুলিশ অবগত কি না জানতে চাইলে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ যেহেতু জানতে পারলাম বিষয়টি খতিয়ে দেখা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ঔষধ ব্যবসার অন্তরালে ইয়াবা ব্যবসার বিষয়ে জানতে চাইলে কাজীরহাট বাজারে জনপ্রিয় ফার্মেসীর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম টারজানের সাথে যোগাযোগ করে তার মুঠোফোনে পাওয়া যায়নি।