শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন

মিরপুরে নিম্ন ও মধ্যবিত্তের জন্য হচ্ছে ফ্ল্যাট

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, মিরপুরে নিম্ন ও মধ্যবিত্তের জন্য ২ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।

সোমবার মিরপুরে প্রকল্প দু’টি পরিদর্শন করে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত নাগরিকদের জন্য নির্মিত এসব ফ্ল্যাটের অধিকাংশই বিক্রি হয়ে গেছে। স্বপ্ননগর-২ প্রকল্পে প্রায় ৩০০ ফ্ল্যাট অবিক্রিত রয়েছে। এগুলো বিক্রির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রায় সাড়ে ৪০০ আবেদন পাওয়া গেছে।

মন্ত্রী বলেন, প্রকল্প দু’টি হল: স্বপ্ননগর-১ ও স্বপ্ননগর-২ এর কাজও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিরপুরে প্রকল্প দু’টি পদির্শনকালে প্রকল্প দু’টির বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধনের জন্য পৃথক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান, সদস্য ফজলুল কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর