স্পোর্টস ডেস্ক:ফুটবল প্রেমীদের অপেক্ষার পালা ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে। আর মাত্র ২ দিন পর ৩ দিনের দিন পর্দা উঠবে ফুটবল বিশ্বের সব থেকে বড় আসর রাশিয়া বিশ্বকাপ ২০১৮।
একুশতম আসরের উদ্বোধন এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রাশিয়ার মস্কোতে অবস্থিত লুঝনিকি স্টেডিয়ামে।
বিশ্বকাপকে সামনে রেখে সব দল ই তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য স্বাগতিক রাশিয়ার তথ্য তুলে ধরা হলো-
বিশ্বকাপ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে রাশিয়া। নিজেদেরও ঝালিয়ে নিয়েছে রাশিয়া ফুটবল দল। তবে সেটা সুখকর হয়নি। অস্ট্রিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ১-০ ব্যবধানে হার মেনেছে তারা।
বিশ্বকাপে রাশিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মিশর ও উরুগুয়ে।
ঘরের মাঠে রাশিয়া অন্ততপক্ষে নটআউট পর্বে যেতে চায়। পারবে কী তারা? সেটা অবশ্য সময়ই বলে দেবে।
রাশিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দল
গোলরক্ষক : ইগোর আকিনফিভ,ভ্লাদিমিরগাবুলভ, আন্দ্রে লুনিয়ভ।
রক্ষণভাগ : ভ্লাদিমির গ্রানাত, ফেদর কুদরিয়াসভ, ইলিয়া কুতেপভ, আন্দ্রে সেমেনভ, সার্জেই ইগনাশেভিক, মারিও ফার্নান্দেস, ইগোর স্মলনিকভ।
মধ্যমাঠ : ইউরি গ্যাজিনস্কি, আলেকজান্ডার গলোভিন, অ্যালান জাগোয়েভ, আলেকজান্ডার ইরোখিন, ইউরি ঝিরকভ, দালের কুজইয়ায়েভ, রোমান জবনিন, আলেকজান্ডার সামেদভ, অ্যান্তন মিরানচুখ, ডেনিস চেরিশেভ।
আক্রমণভাগ : আর্তেম জিউভা, আলেক্সি মিরানচুক, ফেদর স্মলভ।