বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১২৯ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির ঘরের দেওয়াল ধসে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা।

সোমবার সকালে উখিয়ার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে বলে উখিয়ার ইউএনও মো. নিকারজ্জামান চৌধুরী জানান। তাৎক্ষণিক শিশুটি নাম জানা যায়নি। সে আব্দুর শুক্কুরের ছেলে।

নিকারুজ্জামান বলেন, গত শনিবার থেকে উখিয়ায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে।

ইউএনও আরো জানান, সকালে বৃষ্টিপাতের মধ্যে আকস্মিক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি মাটির ঘরের দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত হন তার মা। লাশ ক্যাম্পের একটি হাসপাতালে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর