বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

আওয়ামীলীগ দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী: হাসানাত

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১১৮ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী। যেকারণে আওয়ামীলীগ সরকার গঠণ করলেই দেশের গণমানুষের ভাগ্যের ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
দক্ষিণাঞ্চলের আওয়ামীলীগের কর্ণধর আবুল হাসানাত আরও বলেন, বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দক্ষিণাঞ্চলবাসীর উন্নয়ন হবে। তাই উন্নয়নের স্বার্থে আবারও আওয়ামীলীগকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসার জন্য তিনি আহবান করেন। রবিবার গৌরনদী উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত দক্ষিণাঞ্চলের উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরেন।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন।
একইদিন বিকেলে উপজেলা পরিষদের নতুন সস্প্রসারিত ভবনে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর