নিজস্ব প্রতিনিধিঃবিএনপির দাবি মানার কোনো সুযোগ নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে আবার আগুন সন্ত্রাস শুরু করলে তাদের শায়েস্তা করার জন্য যুবলীগই যথেষ্ট।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে না আসলে বিএনপির আর কোনো অস্তিত্ব থাকবে না।
সোমবার মহানগর নাট্যমঞ্চে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ভারতের কাছে ধরনা দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য। দেশের কোনো সমস্যায় বিদেশিদের ডাকবেন না। তাহলে দেশের মান থাকে না। এটা যেন আপনাদের বোধে থাকে।
আইনি লড়াই ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার আর কোনো পথ নেই উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে আপনারা (বিএনপি) কোনো ধরনের রাজনীতি করার চেষ্টা করবেন না।
এতে আরো বক্তৃতা রাখেন, সাধারণ সম্পাদক মো হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রমুখ।