পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা কৃষকদল সভাপতি গাজী সালাউদ্দিন হত্যা মামলার আসামী হাসান আল মামুন কে সভাপতি এবং মাদক, ডাকাতি মামলার আসামী ও স্কুল থেকে বহিস্কৃত ছাত্র বদিউজ্জামান শেখ রুবেলকে সাধারণ সম্পাদক করা সহ বিভিন্ন অভিযোগ এনে বিতর্কিত নতুন কমিটি বাতিল করে পুন: কমিটি গঠনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করেন সদ্য ঘোষিত জেলা ছাত্রদল কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: তানজিদ হাসান শাওন, সহ-সভাপতি ইমরান আহম্মেদ সজিব, সহ-সভাপতি খায়রুল ইসলাম বাবু, সহ-সভাপতি আতিকুর রহমান পারভেজ ও সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ।
লিখিত বক্তব্যে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. তানজিদ হোসেন শাওন বলেন, বিগত দিনে আন্দোলনে যারা রাজপথে থেকেছে, সরকারের বিভিন্ন হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছে তাদের স্থান হয়নি বিতর্কিত এ কমিটিতে। বরং কিছু ধুরন্ধর রাজনৈতিক ব্যক্তি যারা বিগত সরকার বিরোধী আন্দোলনের সময় রাতের আধারে আওয়ামীলীগ-ছাত্রলীগের সাথে আঁতাত করে পিরোজপুরে অবস্থান করেছে তাদের এ কমিটিতে স্থান দেয়া হয়েছে। যারা কখনো মাঠে থেকে ছাত্রদলের রাজনীতি করেনি তাদের কাছ থেকে কেন্দ্রীয় কমিটির কিছু অসাধু নেতা অনৈতিক সুবিধা নিয়ে রাজনীতি থেকে দূরে থাকা সরকারী দলের সাথে আঁতাত করা ব্যক্তিদের দিয়ে একটি পকেট কমিটি ঘোষনা করেছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে ছাত্রদল নেতারা জানান, বর্তমান ঘোষিত সভাপতি হাসান আল মামুন জেলা কৃষকদলের সভাপতি গাজী সালাউদ্দিন হত্যা মামলার চার্জসীট ভুক্ত আসামী এবং ১/১১র পর পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্রজিত হালদার বাবুর সাথে তার ছিল সখ্য। এছাড়া বর্তমান ঘোষিত জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল একজন বিবাহিত ও স্কুলে পড়া অবস্থায় যিনি অসদাচরনের দায়ে স্কুল থেকে বহিস্কার হন এবং পরবর্তীতে সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য। এ ছাড়াও বদিউজ্জামান শেখ রুবেলের বিরুদ্ধে থানায় মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা আছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ বলেন, ছাত্র দলের এ বক্তব্য যৌক্তিক। পদ বঞ্চিত নেতারা বর্তমান ঘোষিত নেতাদের চেয়ে অনেক যোগ্য।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল জানান, তিনি এই কমিটির বিষয়ে কিছুই জানেন না। কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ এ কমিটি ঘোষনার আগে তার সাথে কোন আলাপ-আলোচনা করেনি। এ কমিটিতে জেলা ছাত্রদলের যে নেতৃবৃন্দ বিগত দিনের আন্দোলনে রাজপথে থেকেছে তাদের মূল্যায়ণ করা হয়নি।