শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন

কুয়াকাটায় টর্ণেডোর তান্ডব ২৫ জেলেঘর বিধ্বস্ত

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১২৭ বার পড়া হয়েছে

কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটা পৌরসভার সাত ও আট নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামের ওপর দিয়ে রবিবার মধ্যরাতে প্রবল ঝড়ো-হাওয়ার তান্ডব বয়ে গেছে। হয়েছে বজ্রবৃষ্টি। স্থানীয়রা একে টর্নেডো বলে দাবি করছেন। প্রায় পাঁচ মিনিটের টর্ণেডোতে অন্তত ২০টি বসতঘর সম্পুর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে ঘরের আসবাবপত্রসহ মালামাল। অনেকের বিছানাপত্র পর্যন্ত ভিজে একাকার হয়ে গেছে। মারা গেছে একটি গবাদিপশু। উপড়ে গেছে টিউবওয়েল পর্যন্ত। আরও ৫/৭টি ঘরে আংশিক ক্ষতির শিকার হয়েছে। রবিবার মধ্যরাতে হঠাৎ করে প্রবল ঝড়োহাওয়ার এমন তান্ডবে ক্ষতিগ্রস্ত এসব পরিবার এখন চরম বিপাকে পড়েছেন। অধিকাংশরা সেহরি পর্যন্ত খেতে পারেন নি। পৌরকাউন্সিলর তোফায়েল আহমেদ তপু বলেন, রবিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাগরের দিক থেকে (দক্ষিণ দিক থেকে) আগুনের হল্কার মতো বাতাসের সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া বজ্রবৃষ্টিতে গ্রামের ঘরবাড়ি বিধ্বস্ত করে দেয়। ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক, শাহিন মিয়াজি, সেকান্দার মল্লিক, হেমায়েত বুড়া, জোবুল হক জানান, তারা এখন চরম বিপদে রয়েছেন। অনেকে চাল উপড়ে নেয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। জোবুল হক জানান, তার কলেজ এবং স্কুল পড়–য়া ছেলে-মেয়ের বই খাতা পর্যন্ত ভিজে একাকার হয়ে গেছে। কাউন্সিলর তপু আরও জানান, সোমবার দুপুরের পরে তারা পৌর পরিষদ সভা করে ক্ষতিগ্রস্তদের চাল-ডাল-তেল ও চিড়া-মুড়ি বিতরনের উদ্যোগ নিচ্ছেন। পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার জন্য সকল উদ্যোগ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর