সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে গত ২৪ দিনে ১শ ৭৩জন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশ।
সোমবার সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ২৪ দিনে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ১শ ৭৩ মাদক বিক্রেতা আটক হয়েছে। এদের বিরুদ্ধে ১৫৩টি নিয়মিত মামলা রজু করা হয়েছে। এসব অভিযানে ১০.৮৪০ কেজি গাঁজা, ৮ হাজার ২০৯ পিস ইয়াবা, ৪৭৭.০৪ গ্রাম হেরোইন, ৩২৯ বোতল ফেন্সিডিল, ৬০ লিটার চোলাই মদ, ১৩ পিস এম্পুল, ৩ কেজি গাঁজার গাছ, ২ বোতল বিয়ার ক্যান এবং ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, সকলের সহযোগীতা নিয়ে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজহারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।