সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম.ম আমজাদ হোসেন মিলন বলেছেন, বাংলাদেশ এখন আর গরীব দেশ নয়। বাংলার নাগরিকদের মাথা পিছু আয় বেড়েছে। জীবনযাত্রার মান বেড়েছে। সারাদেশে রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে হাজার হাজার গ্রাম।
তিনি বলেন,জঙ্গিবাদ সন্ত্রাস নির্মুল হয়েছে। মাদক নির্মুল হয়েছে। সারাদেশে এখন শান্তি বিরাজ করছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী একাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে । তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানান তিনি।
সোমবার সকালে সলঙ্গা থানার বাসুদেবকোল উত্তর পাড়ায় ৮৩ টি নতুন বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, ভুইয়াগাতী জোনালের ডিপুটি জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ফনি ভূষন পোদ্দার, থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু , সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু, থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ।
থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসিমের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন, ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান সরকার , থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপন প্রমুখ।