আমতলী প্রতিনিধি: আমতলীতে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: মতিয়ার রহমান। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কমলেম চন্দ্র মজুমদার, ওসি মো: আলাউদ্দিন মিলন, আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো: আব্দুল মন্নান, ইউপি চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আলহাজ্ব মো: নুরুল ইসলাম, বোরহান উদ্দিন মাসুম, মো: হারুন অর রশিদ, আলহাজ্ব মো: নুরুল ইসলাম মৃধা, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, ও এম সাঈদ খোকন প্রমুখ।