আসাদুজ্জামান: সংবাদপত্রের মহাজন হওয়া সহজ কিন্তু সাংবাদিক হওয়া কঠিন । কিছু টাকা ঘাকলেই একটি ভুয়া অজ্ঞিতা সনদপত্র নিয়া ক্ষমতাধর কোন রাজনীতিকের সুপারিশে পত্রিকার মহাজন হওয়া খুব সহজ ব্যাপার। কিন্ত নির্ভিক সাংবাদিক হওয়া তার চেয়ে হাজারগুন বেশী কঠিন।।
বরিশালে কিছু সংবাদপত্রের মালিক ও ডাকসাইটের সাংবাদিকদের আচরন সাংবাদিকের মত নয়।তাদের ভুমিকা দেখলে মনে হয় তারা প্রভাবসালী রাজনীতিকের এবং প্রসাশনের বড় কর্তাদের পিস বা প্রেস সচীব। জি আজ্ঞা মহারাজ অথবা জি স্যার জি স্যার । সামন্য কিছু সুবিধার জন্য এরা গোলাম হয়ে যায়। এ কারনে ঐ সব ক্ষমতা ধররা মিডিয়া কর্মিদেরকে নিজেদের কর্মচারীর মত ভাবে । আর এটা দেখে পাঠকরা সব সাংবাদিকদের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে দালাল বলে গালী দেয়। তাতে নির্ভিকরা লজ্জিত হলেও তেনারা মহা খুশি ।
নিউজ এডিটর দক্ষিনাঞ্চল,বরিশাল