রাজশাহী প্রতিনিধিঃআসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, নগর সভাপতি, সাবেক মেয়র ও বর্তমান মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন বাংলাদেশ কৃষকলীগ রাজশাহী মহানগর ও রাজপাড়া থানা শাখার নেতৃবৃন্দ। রোববার বিকাল ৫ টার দিকে লিফলেট বিতরণ শেষে লক্ষীপুর কাঁচা বাজারস্থ সরকার প্লাজায় নির্বাচনী আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর কৃষকলীগের সহ-সভাপতি মুর্শিদ কামাল রানা, রাজশাহী মহানগর কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আসাদুজ্জামান আসাদ, মহানগর কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বাদশা, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ উল মমতাজ পিয়াল।
অনুষ্ঠানে রাজপাড়া থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক এমএ হালিম সেলিমের সঞ্চালনায় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।