নিজস্ব প্রতিনিধিঃ সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ করেছে। সোমবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করে তারা।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম পারভেজ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস আহমেদ মিস্টিসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
শামীম পারভেজ বলেন, ‘আমরা দালালদের পকেট কমিটি মানি না। আমরা উত্তরের সভাপতি এম এ কাইয়ুম, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আহসানের পদত্যাগ দাবি করছি।’
তিনি বলেন, ‘আমরা মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) জন্য আপেক্ষা করছি। আগামীকাল তিনি দেশে আসবেন। আমাদের দাবি মেনে না নিলে আমরা কোনো দালালের আন্ডারের কমিটি মেনে নিবো না।’
এসময় উত্তরের সভাপতি-সাধারণ সম্পাদকের ছবি পোড়ানো হয়।