বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

দুই ইউনিভার্সিটির ৩২ শিক্ষার্থীর কারাদণ্ড

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধারা আবাসিক এলাকায় র‍্যাব-১ এর মাদকবিরোধী অভিযানে আটক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে ২৮ জন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষার্থী এবং বাকি চারজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

রোববার বিকেলে দুই ঘণ্টার অভিযানে মোট ৫৪ জনকে আটক করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, ৫৪ জনকে আটকের পর ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। বাকিদের ছেড়ে দেয়া হয়।

তিনি আরো বলেন, র‍্যাব-১ এর নেতৃত্বে বসুন্ধরা বি-ব্লকের নয় নম্বর রোডের একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযুক্ত ৩২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় এবং এদের মধ্যে চারজন ছিলেন মাদক বিক্রেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর