শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন

ঈদে বাড়ি যাওয়া হলো না নানা-নাতনির

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১৪৫ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নানা-নাতনী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার (১১ জুন) সকালে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে একটি সিএনজিতে করে নওগাঁ আসছিল নানা, নাতনি মিতা ও মিতার বাবা আলমগীর হোসেন। এ সময় উপজেলার চেয়ারম্যানের মোড়ে আসলে বিপরিত দিক থেকে যাওয়া একটি পিকআপের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হয় নানা ও নাতনী। পরে আহত দুই গাড়ির ড্রাইভার ও মিতার বাবা আলমগীরকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি জানান, ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে রাজশাহী হয়ে নওগাঁর মান্দা উপজেলার ক্ষুদ্র নারায়ণপুর নিজ গ্রামে আসছিল ওই পরিবারটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর