বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন

নীলফামারীতে গোপন বৈঠককালে জামায়াত নেতা আটক

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠককালে জামায়াতে ইসলামীর এক কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে।

রোববার রাতে জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজার থেকে তাকে আটক করা হয়। আটকের নাম অধ্যক্ষ আজিজুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোলমুন্ডা বাজারে নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলো জামায়াত শিবিরের নেতা কর্মীরা। সেখানে নেতৃত্ব দিচ্ছিলো আজিজুল ইসলাম। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জামায়াতের এই নেতার বিরুদ্ধে আগের ছয়টি মামলা রয়েছে। নতুন করে নাশকতার আরেকটি মামলা দায়ের করা হচ্ছে। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর