বিনোদন: গেল ঈদে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের কয়েকটি নাটক-টেলিছবি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। সেই সব নাটক টেলিছবিতে তার ব্যতিক্রমী উপস্থিতি সবার মনে দাগ কাটে। আসছে ঈদেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান তিনি। এবার ঈদে এই অভিনেত্রীকে প্রায় এক ডজন নাটকে দেখা যাবে। এরমধ্যে তিনটি রয়েছে ছয় পর্বের ধারাবাহিক। ধারাবাহিকগুলো হলো সাইদুর রহমান রাসেলের ‘ই ফর এডুকেশন’ এবং ‘পঞ্চপা-ব’।
আর বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ভাষা নিয়ে নির্মিত আবু হায়াত মাহমুদের হাসির ধারাবাহিক ‘বিএনসিসি’। এ ছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য একক নাটকগুলো হলো সালাউদ্দিন লাভলুর ‘ফেসবুকে বিবাহ’ সুমন আনোয়ারের ‘কমলার বনবাস’ ও লাইলী-মজনুর ঈদ’। নাটকগুলো নিয়ে বেশ আশাবাদী বলে জানান এই অভিনেত্রী।