বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন

বিকেলে দেশে ফিরছে টাইগ্রেসরা

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়া কাপে টানা ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আজ বিকেলে ঢাকায় ফিরছে টাইগ্রেসরা। বিকেল ৫টা ৫০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে সালমা-রুমানারা।

পরে ঢাকার একটি হোটেলে তাদের অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ছয় বারের চ্যাম্পিয়ন ভারতে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল সালমা-রুমানারা। ফলে নারীদের এশিয়া কাপ নতুন চ্যাম্পিয়ন দল হিসেবে পেলো বাংলাদেশকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর