শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

নাদিয়ার সংসার ভাঙলো যে কারণে

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিনোদন: এবার ঘর ভাঙলো লাক্স তারকা ও ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া আফরিন মিমের। গত মে মাসের শেষের দিকে সাফায়াত আলী চয়নের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছে এই লাক্স তারকার। বয়সের ব্যবধানের কারণে তাদের দুজনের মধ্যে বিয়ের পর থেকে মতের মিল হচ্ছে না বলে জানা যায়। যার ফলে দুজন ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে নাদিয়া বলেন, ওর বয়স ৩০ আমার ২১। আমাদের বয়সের বেশ বড় একটা গ্যাপ আছে।
তাই প্রায়ই আমাদের মতের অমিল হতো। ঠিকঠাক বনিবনা হচ্ছিল না। শেষমেশ এই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অভিনেত্রী আরো বলেন, আমাদের দু’জনের মতের ভিত্তিতেই ডিভোর্স হয়েছে। মে মাসের শেষের দিকে আমাদের ডিভোর্সের সব অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আমি এখন বাবার বাসায় থাকি। নিজেকে গুছিয়ে নিয়েছি। সব ভুলে সামনে এগিয়ে যেতে চাই। ছয় মাস প্রেমের সম্পর্কের পর ২০১৬ সালের ২৮শে এপ্রিল দুই পরিবারের সম্মতিতে নাদিয়া ও সাফায়াতের বিয়ে হয়। সংসার জীবনের দু’বছর পার হতে না হতেই তাদের বিচ্ছেদ হয়ে গেল। তবে সব ভুলে এখন আবার কাজে ব্যস্ত হতে চান নাদিয়া। নাদিয়া মিম ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী। তখন থেকে তিনি অভিনয় শুরু করেন। পাশাপাশি করছিলেন উপস্থাপনাও। অল্প সময়েই তিনি পান দর্শকপ্রিয়তাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর