নিউজ ডেস্ক:রাজধানীর ভাটারা থানাধীন একশ ফিট গরুর হাট এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে ওই যুবকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ভাটার থানার এসআই শাহীন মো. আমানুল্লাহ জানান, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।