সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহীন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
রোববার রাতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্যও আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি ও ৩শত পিস ইয়াবা উদ্ধার করে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা চালায়। এতে মাদক বিক্রেতা শাহীন গুলিবিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শাহীন শেখ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখের ছেলে।