বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

বরিশালে বিদ্যুৎ স্পৃস্টে মাদ্রাসা শিক্ষক নিহত

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল নগরীর রুপাতলী ২৫ নং ওয়ার্ডে অবস্থিত দারুল উলুম হাফিজী মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক মোঃ সিফাত হোসাইন (২৬) বিদ্যুৎ স্পৃস্টে নিহত হয়েছেন।রবিবার রাত ৮ টার দিকে তার কর্মরত মাদ্রাসায় ঘটনাটি ঘটে।নিহত মাদ্রাসা শিক্ষক সিফাত হোসেন ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের কাদের সিকদারের ছেলে।শিক্ষার্থীরা জানায়,সিফাত হুজুর ইফতার করে কুরআন তেলাওয়ার করেন একপর্যায়ে তিনি ভবনটির ২য় তলায় অবস্থিত মাদ্রাসার বারান্দায় গেলে জানালার গ্রীল স্পর্শ করা মাত্রই তিনি বিদ্যুৎ স্পৃস্ট হয়ে গুরুত্বর আহত হন।তখন হুজুরকে উদ্ধারের জন্য মাদ্রাসায় পড়ুয়া জাহিদ (১৪),ও মুস্তাফিজ (১২) নামে দুজন শিক্ষার্থী ছুটে গেলে তারাও বিদ্যুৎ স্পৃস্ট হয়ে আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ায় সুস্থ হয়েছে।পরে আলী আকবর নামে আরেকজন শিক্ষক শিক্ষার্থিদের ডাক চিতকার শুনে দ্রুত গুরুত্বর আহত হওয়া শিক্ষক সিফাত হোসেনকে অন্যন্যা শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় শেবাচিমে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন।এদিকে প্রত্যক্ষদর্শী আলী আকবর নামে একজন শিক্ষক ও ইয়াসিন,মুস্তাফিজ সহ একাধিক শিক্ষার্থী জানান,মাদ্রাসাটি ভবনটির ২য় তলায় অবস্থিত আর নিচ ও উপরতলায় রয়েছে ইমাম ফার্নিচার মার্টের ব্যবসা প্রতিসঠানের লাইটিং সাইনবোর্ড।যা মাদ্রাসার বারান্দার গ্রীলের সাথে সংযুক্ত রয়েছে ধারনা করা হচ্ছে বৃস্টি হওয়ার কারনে গ্রীলের সাথে সাইনবোর্ডের লাইনটি সংযুক্ত হওয়ায় এ ঘটনা ঘটে।দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানান,আমি মাদ্রাসায় ছিলাম না ঘটনার খবর পেয়ে দ্রুত মাদ্রাসায় পৌছালে সিফাত হুজুরকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর