বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন

লঞ্চের টিকিট অনিয়ম প্রতিরোধে দুদকের অভিযান

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ লঞ্চের টিকেটের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেছে।

আজ(রোববার) এ অভিযান পরিচালনা করা হয়।

আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং লঞ্চের টিকিটের অনিয়ম ও দুর্নীতি বন্ধে দুদকের সহকারী পরিচালক মো. রাউফুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের পুলিশ ফোর্সসহ দুদকের ৭ সদস্যের এনফোর্সমেন্ট টিম সদরঘাটে এ অভিযান পরিচালনা করে।

এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, নৌপথে দুর্নীতিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করতে এ অভিযান দুদকের দৈনন্দিন কার্যক্রমের একটি অংশ।

যাত্রীদের কাছ থেকে টিকিট অনিয়মের অভিযোগ দুদক কলসেন্টারে (১০৬) এ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।

এ অভিযানকে অত্যন্ত সময়োপযোগী বলে সদরঘাট টার্মিনালে কর্তব্যরত বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান। যাত্রীরাও এ অভিযানকে স্বাগত জানান। দুদক টিম পুরো টার্মিনাল এলাকা ঘুরে দেখেন এবং যাত্রীসাধারণসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর