নিজস্ব প্রতিনিধিঃমুন্সিগঞ্জ সদরের গাছিপুকুর এলাকার একটি বাসায় ইফতার খেয়ে শিশুসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। এদের ২০ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ জুন) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অসুস্থরা হলেন_ ময়না বেগম (৬৫) জুয়েল (১৯) আজিজুল হাকিম (১৮) রোজিনা আক্তার (৩২) অপু (১৫) বিথী (১৭) জুবায়ের (৬) নুশরাত (৬) আলিফ (২১/২), আখিসহ (৭) ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নুর-ই আলম জানায়, অসুস্থ হয়ে শিশু নারী পুরুষসহ ২০ জন হাসপাতালে এসেছেন। সবাইকে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন।
উদ্ধারকারী সালেহা বেগম জানান, হাসপাতালে নিয়ে আসা সবাই তার আত্মীয়-স্বজন। সবাইকে তার বাসায় ইফতারের দাওয়াত করা হয়েছিল। ইফতারের আয়োজন ছিল ঘরোয়া পরিবেশে। ইফতার সব বাসাতেই বানানো হয়েছিল। ইফতারের আয়োজন ছিল বুট মুড়ি আলুর চপ, বিভিন্ন ফল ও চিকেন ফ্রাই।
ইফতারের সময় সবাই খেয়ে কিছুক্ষণ পর সবাই বমি করতে থাকে। এতে অসুস্থ হয়ে পড়েন। পরে সবাইকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।